লিগ শিরোপা জয়ের আরো কাছে ম্যানচেস্টার সিটি

অসাধারণ একটি ম্যাচ উপহার দিলো ম্যানচেস্টার সিটি। দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেন ডে ব্রুইন। পাঁচ গোলের মধ্যে একাই করলেন চার গোল। বলতে গেলে কেভিন ডে ব্রুইনের কাছেই হেরে গেলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এ অবস্থায় শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে সিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেছেন রাহিম স্টার্লিং। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর যেন তেতে আছে সিটি। টানা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে করেছে ৫ গোল। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতেছিল ৫-০ গোলে।

অ্যাস্টন ভিলার বিপক্ষে কষ্টের জয়ে পয়েন্টের দিক থেকে সিটিকে ধরে ফেলেছিল লিভারপুল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয়ে ব্যবধান ফের ৩ পয়েন্টে নিয়ে গেল গুয়ার্দিওলার দল। সঙ্গে গোল পার্থক্যেও এগিয়ে গেল বেশ। ৩৬ ম্যাচে ২৮ জয় ও ৫ ড্রয়ে সিটির পয়েন্ট ৮৯, লিভারপুলের ৮৬।

news