ভাগ্যের কাছেই যেন হার মানলো কোপেনহেগেন! ইউরোপা কনফারেন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত লড়াই করেও চেলসির বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে ডেনিশ ক্লাবটি।
বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও বিরতির পর একেবারে শুরুতেই চেলসিকে এগিয়ে দেন রিস জেমস। মার্ক কুকুরেল্লার দারুণ পাস থেকে পাওয়া বল জালে পাঠিয়ে কোপেনহেগেনকে চাপে ফেলেন তিনি।
গোল খাওয়ার পর মরিয়া হয়ে ওঠে কোপেনহেগেন। একের পর এক আক্রমণ চালিয়েও সফল হতে পারেনি। বরং ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ব্যবধান ২-০ করে ফেলে চেলসি।
তবে ম্যাচের শেষ দিকে স্বস্তির গোল পায় কোপেনহেগেন। ৭৯ মিনিটে মার্কোস লোপেজের দারুণ ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল পেরেইরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা।
দুই দলের সামনেই রয়েছে দ্বিতীয় লেগের লড়াই, যেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে কোপেনহেগেনের। তবে চেলসি এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবে।


