ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী জাতীয় দলে ফিরলেও তা নিয়ে একটুও বিচলিত নয় বাংলাদেশ ফুটবল দল। বরং তার ফেরায় ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, “সুনীল ছেত্রীর দলে ফেরা প্রত্যাশিত ছিল। সম্প্রতি বেঙ্গালুরুর হয়ে সে দারুণ খেলছে, তাই ভারত ফেডারেশন তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। বরং ম্যাচটি আরও উপভোগ্য হবে।”

বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার সাদ উদ্দিন জানান, “ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। সবাই সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী এবং জয়ের জন্যই মাঠে নামব।”

এদিকে, ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার উপস্থিতি দলের শক্তি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২৫ মার্চ মাঠে গড়াবে এই হাইভোল্টেজ লড়াই। সুনীল ছেত্রীর ফেরা ভারতের জন্য বাড়তি সুবিধা হলেও, বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত। এখন দেখার পালা, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে!

 

news