এবারের আইপিএল যেন একের পর এক রেকর্ড ভাঙার উৎসব! রান বন্যায় মাতোয়ারা টুর্নামেন্টে এবার কি দেখা যাবে এক ইনিংসে ৩০০ রান? দক্ষিণ আফ্রিকার সাবেক গতি তারকা ডেল স্টেইন তো বলেই দিলেন – ১৭ এপ্রিল সেই ঐতিহাসিক দিন হতে পারে!
স্টেইনের ভবিষ্যদ্বাণী, ৩০০ রান আসবেই!
আইপিএলের শুরু থেকেই জল্পনা ছিল, এবারের আসরে এক ইনিংসে ৩০০ রান হবে কি না। আর স্টেইন মনে করছেন, ১৭ এপ্রিলই সেই রেকর্ড গড়া সম্ভব! সেদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।
ওয়াংখেড়ে – ব্যাটসম্যানদের স্বর্গ!
ওয়াংখেড়ের লাল-মাটির উইকেট বরাবরই রানের জন্য স্বর্গরাজ্য। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়ার ঘটনাও ঘটেছে এখানে! আইপিএলেও নিয়মিত ২০০+ স্কোর দেখা যায়। তাই স্টেইনের আশা, এবার সেই স্কোর ৩০০ ছুঁয়ে যাবে।
হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ!
স্টেইনের এই ভবিষ্যদ্বাণী যে তার সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের জন্য, তা বলাই বাহুল্য! কারণ, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি এবং নতুন সংযোজন ইশান কিশান – সবাই আক্রমণাত্মক ব্যাটসম্যান।
প্রমাণ?
এই আসরেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৮৬ রান করে ইতিহাস গড়েছে হায়দরাবাদ – যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। মুম্বাইয়ের রানের রাজ্যে এবার কি সেই রেকর্ডও ভেঙে যাবে? ৩০০ রান কি তাহলে সময়ের অপেক্ষা?


