আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী অবস্থান তৈরি করলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তান নিজেদের দেশে হোম ম্যাচ আয়োজন করতে পারে না। তাই বিভিন্ন সময়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে আফগান ক্রিকেট দল। তবে এবার তারা আনুষ্ঠানিকভাবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজেদের সেকেন্ড হোম হিসেবে ঘোষণা করেছে, যা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) এর মধ্যে স্বাক্ষরিত এই ‘ডেস্টিনেশন সাপোর্ট চুক্তি’-এর আওতায় ২০২৯ সাল পর্যন্ত আবুধাবিতেই জাতীয় দলের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি, আফগানিস্তান ‘এ’ দল ও বয়সভিত্তিক দলগুলোর প্রস্তুতি ক্যাম্প ও ম্যাচ আয়োজনের সুযোগও থাকবে।
এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড যৌথভাবে এই সিরিজ ও ক্যাম্প পরিচালনা করবে। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটের উন্নয়নে আফগানিস্তানকে সহায়তা করতে আগ্রহী। তারা এই চুক্তির মাধ্যমে আফগান ক্রিকেটের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা এবং খেলোয়াড় উন্নয়নে সহযোগিতা করবে।
এডিসিএসএইচ-এর প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, “আমাদের ভেন্যু ইতোমধ্যেই বিশ্বের সেরা খেলোয়াড়দের আতিথ্য দিয়েছে। এই চুক্তি ক্রিকেট প্রতিভা লালনে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।”
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, “আবুধাবির উন্নত সুযোগ-সুবিধা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে।”
এই চুক্তির ফলে আফগানিস্তান জাতীয় দল আরও ভালো প্রস্তুতির সুযোগ পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী হয়ে উঠবে।


