টানা চতুর্থবার সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন, অভিনন্দন ক্রীড়া প্রতিমন্ত্রীর
২৫ জুন অনুষ্ঠিত হবে (সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন) সাফের নির্বাচন। কিন্তু সভাপতি পদে
মনোনয়নপত্র জমা হয়েছে একটিই কাজী সালাহউদ্দিনের। যে কারণে তার সভাপতি নির্বাচিত হওয়া শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।
প্রথমে ২০০৯ সালে কাজী সালাহউদ্দিন সাফের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। সালাহউদ্দিন সাফের দায়িত্ব নিয়েছিলেন নেপালের গনেশ থাপার কাছ থেকে। যিনি সভাপতি ছিলেন ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত।
এদিকে চতুর্থবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হওয়াতে সালাহউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, কাজী মো. সালাউদ্দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আমি আশা করি তার যোগ্য নেতৃত্ব দক্ষিণ এশিয়া অঞ্চল এবং দেশের ফুটবল আরও এগিয়ে যাবে