ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার চার গোলের গর্ব আর তিন গোলের আক্ষেপ
গত মঙ্গলবার রাতে উত্তেজনার অনেক মোড় পেরিয়ে শেষ পর্যন্ত ৪-৩ গোলে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সে তৃপ্তির উপকরণ আছে বেশ। কোচ পেপ গার্দিওলা যথেষ্টই খুশি দলের খেলায়। তবে মনের কোণে তার হতাশাও উঁকি দিচ্ছে একটু, গোল যে হজম করতে হলো তিনটি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় তারা, একাদশ মিনিটে এগিয়ে যায় আরেক দফায়। রিয়াল পরে প্রথমার্ধেই ফিরিয় দেয় এক গোল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরেকটি গোল করে সিটি। এবারও ব্যবধান কমায় রিয়াল।
একটু পর আরেকটি গোল করে আবারও দুই গোলের ব্যবধান গড়ে সিটি। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল ব্যবধান কমায় আরেক দফায়। ম্যাচের পর বিটি স্পোর্টকে গুয়ার্দিওলা বললেন, দুই দলের তুমুল লড়াই তিনি দারুণ উপভোগ করেছেন।


