কাসেমিরো: আনচেলত্তি

ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম পর্বের খেলায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশে ছিলেন না কাসেমিরো। তবে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের খেলায় রিয়াদ মাদ্রিদের একাদশে থাকবেন ব্রাজিলিয়ান ফুটবলার কাসেমিরো। 


 কাসেমিরো অনুপস্থিতিতে প্রথম পর্বের খেলায় সিটির কাছে ৪-৩ গোলে হারে রিয়াল মাদ্রিদ। কাসেমিরোকে দলে ফিরানোর পাশাপাশি প্রথম পর্বে পুরো ম্যাচ খেলতে না পারা আলাবাকে দ্বিতীয় পর্বে পুরোপুরি ফিট করে দলে ফেরাতে চান আনচেলত্তি। 


 আনচেলত্তি বলেন, দ্বিতীয় লেগে কাসেমিরো নিশ্চিতভাবেই খেলবে, আমাদের ডেভিড আলাবাকে পর্যবেক্ষণে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে  সে অস্বস্তি অনুভব করেছিল এবং ঝুঁকি এড়াতে আমি তাকে তুলে নেই, আমি মনে করি তারা দুজনেই দ্বিতীয় লেগের জন্য প্রস্তুত থাকবে।

news