কোমরসমান উচ্চতার নো-বলে থার্ড আম্পায়ারের নির্দেশনা চান জয়াবর্ধনে
কোমরসমান উচ্চতায় আসা ফুলটস বল নো দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেন মাঠে থাকা আম্পায়ার যদি ফুলটস বলে ব্যাটার আউট হন তখনই তৃতীয় আম্পায়ার বলটির উচ্চতা খতিয়ে দেখেন। তবে এই নিয়মে পরিবর্তন চাচ্ছেন শ্রীংকার সাবেক ক্রিকেটার ও আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের কোচ মাহেলা জয়াবর্ধনে। ক্রিকইনফো
ঘটনাটা ঘটে আইপিএলে দিল্লি ও রাজস্থানের খেলায়। দিল্লির ব্যাটার পাওয়েল কোমরের উপরে আসা ফুলটস বলে ছক্কা হাকালেও আম্পায়ার সেটিকে নো বল না দিলে পরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিল্লি দলের ক্রিকেটার ও কোচিং প্যানেলের সদস্যরা। জয়াবর্ধনে বলেন, এটা এমন কিছু যেখানে সামনে এগিয়ে যেতে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তৃতীয় আম্পায়ারের এগুলো দেখার এবং মাঠের আম্পায়ারকে ডেলিভারি বৈধ কি-না পরীক্ষা করে দেখতে বলার কোন পথ আছে কি?


