ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে লিভারপুল
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম পর্বে ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলা ৪ মে ভিয়ারিয়ালের ঘরের মাঠ স্টাডিও দে লা সিরামিকায় অনুষ্ঠিত হবে।
খেলার সপ্তম মিনিটেই কর্নার আদায় করে নেয় লিভারপুল তবে সাদিও মানের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। কয়েক মিনিট পর গোলরক্ষককে এক পেয়েও ভুল হেডে গোল করতে ব্যর্থ হন মানে। প্রথমার্ধের বাকি সময়ে আরো একাধিক আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় অল রেডরা।
খেলার ৫০ মিনিটে ফাবিনহোর গোল অফসাইডে কাঁটা পড়লেও তিন মিনিট পরই স্বাগতিকরা এগিয়ে যায় এস্তোপিনানের আত্মঘাতী গোলে। দুই মিনিট পর মানের গোলে ব্যবধান দ্বিগুন করা লিভারপুল ২-০ গোলে জয় পায় ভিয়ারিয়ালের বিপক্ষে।


