বাঁচা-মরার লড়াইয়ে দারুণ জয় পেল আর্জেন্টিনা

ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। মেক্সিকোর বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হত লিওনেল মেসির দলকে। এ অবস্থায় কঠিন ও বিশাল চ্যালেঞ্জের মুখে থেকে এই ম্যাচে দুর্দান্ত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। 

খেলার শুরুতেই আর্জেন্টিনা মাঠের নিয়ন্ত্রণ নেয়। খেলার ২৫ মিনিটে ৬৭ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। কিন্তু মেক্সিকোও ম্যাচে কম যায়নি। তবে এই সময় কোনো দলই ভালো শট নিতে পারেনি।

আর্জেন্টিনা আক্রমণের পর আক্রমণ করে কিন্তু মেক্সিকোর খেলোয়াড়রা আক্রমণ সমানে রুখে দেন। প্রথমার্ধের ৪৫ মিনিট খেলা শেষে ৫ মিনিট স্টপেজ টাইম নির্ধারণ করা হয়। কিন্তু এই সময়েও দুই দলের কেউ গোল করতে পারেনি।

দুই দলই একটি করে ফ্রি কিক পায়, মেক্সিকো বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকটা থেকে মেসির শট অনেকটা অনায়াসেই ঠেকিয়েছেন ওচোয়া। অন্যদিকে আর্জেন্টিনা বক্সের সামনে পাওয়া ফ্রি কিকটা একটু এদিক ওদিক হলে গোল হয়ে যেতে পারত। গোলরক্ষক মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। ডান দিকে ঝাঁপিয়ে বলটা আয়ত্বে নিতে হয় তাকে।  গোল হজম থেকে প্রথমার্ধে রক্ষা পায় আর্জেন্টিনা।

অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে ডান দিক থেকে ডি-মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলকিপার ওচোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। ম্যাচে আর্জেন্টিনা ১-০তে এগিয়ে যায়। গোল পাওয়ায় আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলে আর্জেন্টিনা। আরও একটি গোল করে জয় নিশ্চিত করার লক্ষ্য নেয় মেসিরা। পাল্টা মেক্সিকোও চাপ সৃষ্টি করে সমতা ফেরানোর জন্য।

৮৭ মিনিটে বক্সের ডান দিক থেকে দু’জন ডিফেন্ডারকে পায়ের দোলায় কাটিয়ে গোলের কোণ দিয়ে বল জালে জড়ান তরুণ এনজো ফার্নান্দেজ। এই গোলের ফলে ম্যাচ কার্যত মেসিদের দখলে চলে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের চমৎকার এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। সেই সাথে সৌদির কাছে প্রথম ম্যাচে হেরে যে লজ্জায় পড়েছিলেন মেসিরা, মেক্সিকোকে হারিয়ে তা খানিকটা পুষিয়ে নিলেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news