গোলশূন্য থেকে বিরতিতে স্পেন-জার্মানি

শ্বাসরুদ্ধকর ম‌্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। তবে সুযোগ তৈরি করেছে দুই দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়েছে দুই দলের লড়াই।

সবচেয়ে বড় সুযোগটি পেয়ে লক্ষ‌্যভেদ করেছিলেন জার্মানির রুডিগার। কিমিখের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেছিলেন রুডিগার। কিন্তু সামান‌্যতম অফসাইডে বাতিল করা হয় তার গোল।

ম‌্যাচের সপ্তম মিনিটে অলমোর দূরপ্রান্তের শটে আলতো টোকা দেন জার্মানির গোল রক্ষক ম‌্যানুয়েল নয়‌্যার। তার হাত ছুঁয়ে বল গোলপোষ্টে লেগে ফিরে আসে। ৩২ মিনিটে তোরেস নু‌্যয়ারকে একা পেয়েও আলভার ক্রস থেকে গোল করতে পারেননি। অবশ‌্য গোল করলেও তা বাতিল হতো অফসাইডে।

দুই দলের খেলায় ফিনিশিংয়ের অভাব। মাঝ মাঠে গোছানো ফুটবল থাকলেও শেষটা ভালো হচ্ছে না।

এনবিএস/ওডে/সি

 

news