কাতারে নিজের রেস্তোরাঁয় সহযোগী খেলোয়াড়দের খাওয়ালেন রোনালদো
ফুটবল বিশ্বের অন্যতম সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের বাইরে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই। বর্তমানে তিনি ক্লাববিহীন হলেও কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছেন পর্তুগীজ তারকা রোনালদো। একদিনের ছুটি পেয়ে সতীর্থদের নিজের রেস্তোরাঁয় খাওয়ালেন সিআরসেভেন।
বিশ্বকাপ চলাকালীন সময় পুরো স্কোয়াডকে একদিনের ছুটি দিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। সেই ছুটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন সিআরসেভেনের দল। আল মাহা আইল্যান্ডে টেনিস তারকা রাফায়েল নাদালের সঙ্গে শেয়ারে এই রেস্তোরা কেনেন রোনালদো। বানার্দো সিলভা, হোসে সা এবং হোয়াও ক্যানসেলো ছাড়া সবাই ছিলেন এক সঙ্গে। রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত খাওয়া দাওয়া শেষে দলের বাসে করেই হোটেলে ফেরেন সবাই।
ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেন দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখতেই সতীর্থদের নিয়ে ডিনারে যান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার। রেস্তোরাঁয় সকলের একত্রে একটি ছবিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এনবিএস/ওডে/সি


