যে কারণে ব্রাজিলের প্রথম গোল অফসাইড

টানা দুই জয়ে জি গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এর আগে বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা কখনো সুইসদের হারাতে পারেনি। নেইমারবিহীন ব্রাজিলই এবার সুইসদের খরা কাটালো।

এদিন সুইসদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে কোচ তিতের শিষ্যরা। তবে ব্রাজিল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, ভিনিসিয়াস জুনিয়র অফসাইডে না থেকেও কেন ব্রাজিলের প্রথম গোলটি বাতিল হয়েছিল!

সোমবার দোহার স্টেডিয়াম ৯৭৪'এ সুইজারল্যান্ডের বিপক্ষে আক্রমণে এগিয়ে থাকলেও ফিনিশিং পয়েন্টে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছিলেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি সেলেসাওরা।

ফলে দ্বিতীয়ার্ধে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ তিতে। যার ফলও দ্রুত পেয়েছিল তারা। ৬৪ তম মিনিটে মাঝমাঠ থেকে কাসেমিরোর বাড়ানো বল ডি-বক্সে ফাঁকা স্থানে পেয়ে যান ভিনিসিয়াস। সুইস গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই তারকা। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। কিন্তু অফসাইডে তো ভিনি ছিলেন না, তাহলে গোলটি বাতিল করা হয়েছে কেন?

ভিএআরে দেখা গেছে, ভিনিসিয়াস যখন গোলটি করেন তখন অফসাইডে ছিলেন আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জোড়া গোল করা রিচার্লিসন। সেই সময়ে রদ্রিগো বল পাস দেন কাসেমিরোর কাছে। সে বল তিনি দ্রুতই বাঁ দিকে থাকা তা ভিনিসিয়াসকে বাড়িয়ে দেন। যেখান থেকে সুইজারল্যান্ডের ডি-বক্সে ঢুকে গোলকিপার সোমারের পাশ দিয়ে জালে জড়ান তিনি।

কিন্তু আক্রমণের সময়ই অপর প্রান্তে রিচার্লিসন অফসাইডে দাঁড়িয়ে ছিলেন। যার কারণে গোলের আগে যখন ক্যাসেমিরো বলটি পাস করেন, সেই সময় ভিনি বল স্পর্শ করার আগেই নিজের অবস্থান থেকে নড়ে যান রিচার্লিসন। যার কারণে গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ভিনি বল স্পর্শ করার পর রিচার্লিসন স্থান পরিবর্তন করলে এটি অফসাইড হতো না।

তবে সেই হতাশার রেশ ব্রাজিলকে বেশিক্ষণ ধরে রাখতে হয়নি। ৮৩ মিনিটে ব্রাজিল শিবিরকে জয়সূচক গোল করে স্বস্তি এনে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কাসেমিরো। যার কারণে এক ম্যাচ হাতে রেখেই ফিফা বিশ্বকাপের ২২তম আসরের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল সাম্বার শিল্পীরা।

এনবিএস/ওডে/সি

news