ব্রাজিল ম্যাচে পুরো মাঠ অন্ধকারাচ্ছন্ন

 কাতার বিশ্বকাপে সোমবার ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে ফ্লাডলাইট নিভে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে অন্ধকার নেমে আসে ম্যাচটিতে।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ফের পুরো ফ্লাডলাইট জ্বলে যায়।

৪৪তম মিনিটে ব্রাজিল কর্নার পেয়েছিল। কর্নার নিতে যাওয়ার সময় ফ্লাডলাইটের একাংশ নিভে যায়। ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘মাঠের ৫০ শতাংশ ফ্লাডলাইট নিভে গিয়েছে।’ তবে সেই কথা শেষ হওয়ার আগেই আলো চলে আসে।

এদিন ব্রাজিল জয় পেয়েছে কাসেমিরোর একমাত্র গোলে। ম্যাচের ৮৩তম মিনিটে রদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোলটি করে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের এটি প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেল তিতের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে তাদের শেষ ষোলো নিশ্চিত হলো।

এনবিএস/ওডে/সি

news