কেন রোনালদোর পা ছুঁয়ে নিজের পায়ে লাগালেন রদ্রিগো?
বিশ্বকাপে ব্রাজিলের জয়জয়কারের মধ্যে সাড়া জাগানিয়া এক ঘটনা দেখেছে বিশ্ব ফুটবল। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের একমাত্র গোলে অ্যাসিস্ট করা রদ্রিগো ম্যাচ শেষে কিংবদন্তি তারকা রোনালদো নাজারিও সঙ্গে যুক্ত হয়েছিলেন এক সাক্ষাতকারে। অনুষ্ঠান শেষে দেখা যায় রোনালদোর পায়ের স্পর্শ নিয়ে নিজের পায়ে ছুঁইয়েছেন ব্রাজিলিয়ান এই উঠতি তারকা। তিনি মনে করেন রোনালদোর পায়ের জাদু বদলে দেবে তাকেও। যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছে।
দু'বারের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোনালদো নাজারিও। কিংবদন্তির মুখোমুখি বসে আছেন হালের জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো। রদ্রিগোর চোখেমুখে কি আনন্দ, কি উদ্দীপনা। আধুনিক ফুটবলে আক্রমণভাগে যার ধার তৈরি করেছে নতুন দৃষ্টান্ত। নতুন প্রজন্মের কাছে রোনালদো নাজারিও নামটি আইকন।
বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখছেন চার কিংবদন্তি। কাফু, রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস, কাকা দেখেছেন রদ্রিগো-ভিনিদের পায়ের জাদু। যাদের উপস্থিতি ম্যাচের রোমাঞ্চ বাড়িয়েছে কয়েকগুণ। নিশ্চয়ই মাঠের খেলায়ও আত্মবিশ্বাস বাড়িয়েছে তরুণদের। ম্যাচের ৮৫ মিনিটে এমনই এক চিত্র দেখল ফুটবল বিশ্ব ।
সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি নামা রদ্রিগোর পাস থেকে ক্যাসেমিরোর জয়সূচক গোলের দেখা পেয়েছে সেলেসাওরা। ম্যাচ শেষ করে পায়ে বুট, গায়ে জার্সি পরেই দু'বারের বিশ্বকাপ জয়ী রোনালদোর সঙ্গে সাক্ষাতকারে বসে যান রদ্রি। সেখানেই জমে ওঠে ফুটবলের নানা গল্প। রোনালদো শোনান নিজের ফুটবল যাত্রার ৯৪ বিশ্বকাপের নানা স্মরনীয় ঘটনা।
সাক্ষাতকারের পর গুরুতুল্য রোনালদোর সঙ্গে হাত মিলিয়েছেন রদ্রিগো। শুধু তাই নয় বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ভিন্ন এক দৃশ্য। নিজের দু’হাত ছুইয়েছেন কিংবদন্তীর পায়ে। এরপর রদ্রিগো সেই হাত নিয়ে নিজের পায়ে মুছে নিলেন। যেন রোনালদোর পায়ের জাদু নিয়ে নিলেন রদ্রিগো। ব্রাজিলিয়ান এই উঠতি তারকার এমন আচরণে হেসে ওঠেন রোনালদো। নাজারিওর দেখানো পথেই যে এখন হাটছেন রদ্রি। তাই, রদ্রি রোনালদোর প্রতি শ্রদ্ধার্ঘেই তৈরি করেন এমন পরিস্থিতি।
এনবিএস/ওডে/সি


