বেলজিয়ামের হারে ইউরোপ জুড়ে দাঙ্গা, মরক্কোতে জয়োৎসব
কিছুতেই হার মেনে নিতে পারছেন না বেলজিয়ামের ফুটবল ভক্তরা। লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করছেন। মনের ক্ষেদ এভাবে ধংসাত্মক উপায়ে মেটাচ্ছেন। খেলার ফলাফল হয় জয় পরাজয় দিয়ে। তারা তা মানতে নারাজ। এরফলে সম্পদহানি হচ্ছে, পুলিশ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে দেখা মাত্রই দাঙ্গাকারীদের গ্রেপ্তার করছে। অন্যদিকে সঙ্গত কারণেই মরক্কোর নাগরিকরা বেলজিয়ামের সঙ্গে তাদের জয়ে বিজয়ের উল্লাস করছেন।
এনবিএস/ওডে/সি


