প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ নারী দল
নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গিয়েছে বাংলাদেশ নারী দল। মূল লড়াইয়ের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে ফরম্যাটের ম্যাচে হারলেও টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে জিতেছে বাঘিনীরা।
লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড নারী একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টসে জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নারী একাদশ সংগ্রহ করে ১২৪ রান।
শুরুতেই কিউই ওপেনার রেবেকা বার্নসকে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরান জাহানারা আলম। এরপরে অবশ্য ৬ রানে বিদায় নেন হোয়াইট ফার্নসরা।
দলের হয়ে তিনে নামা কেট এব্রাহিমকে ৩১ বলে ২৬ করে ফেরেন। পরবর্তীতে দলীয় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউই নারী দল।
অবশ্য দলের বাকি ব্যাটাররা, সাচি শাহরির অপরাজিত ৩৪, লেইগ ক্যাসপারেকের ১৩ ও হান্না রোওয়ের অপরাজিত ৩৩ রানে ভর করে ২০ ওভার শেষে ১২৪ রান করে নিউজিল্যান্ড নারী একাদশ। বাংলাদেশ নারী দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ২ ও জাহানারা আলম নেন ১ উইকেট।
স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ নারী দল। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন।
এই দুই টাইগ্রেস ওপেনার মিলে করেন ৭৭ রান। ২১ বলে ২৪ রান করে দিলারা ফিরে যান। এরপর দলীয় ৯৫ ও ৯৭ রানে দুই উইকেট হারালেও পরে আর কোন বিপদ ছাড়াই জয় তুলে নেয় বাঘিনীরা।
এনবিএস/ওডে/সি