ফের হাসপাতালে ভর্তি কিংবদন্তি পেলে

বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বকে চিন্তায় ফেলে দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। ৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সাও পাওলোর একটি হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। তার স্ত্রী মার্সিয়া আওকি এবং গৃহপরিচারিকা তার পাশে সার্বক্ষণিক অবস্থান করছেন।

তবুও ইচ্ছে ছিল কাতারে গিয়ে মাঠে বসে খেলা দেখবেন। তবে ডাক্তারের পরামর্শে বাসাতে বসেই সেলেসাওদের খেলা দেখছিলেন কালো মানিক উপাধি পাওয়া ব্রাজিলের এই কিংবদন্তি। হঠাৎ করেই তার শরীরের অসুস্থতা বেড়ে যাওয়ায় সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি তার পুরো শরীর ফুলে গেছে।

হাসপাতাল সূত্রে খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে। তাতে বেশ কিছু টেস্ট করতে হবে তার। এরপরই বোঝা যাবে নতুন কোনো কিছু তৈরি হয়েছে কি না। পেলের মেয়ে কেলি তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, সংবাদ মাধ্যমে আমার বাবার স্বাস্থ্য সম্পর্কে অনেক শঙ্কা ছড়ানো হচ্ছে। আমার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে ওষুধ রেগুলেশনের জন্য। কোনো ইমার্জেন্সি বা নতুন কোনো অবস্থার অবনতি ঘটেনি।

ব্রাজিলের সাবেক এই ফুটবলার গত কয়েক বছর ধরেই নিয়মিত হাসতাপালে ভর্তি হচ্ছেন। পরে কিছুটা সুস্থ অনুভব করায় বাড়িতেও ফিরেছিলেন তিনি। গতবছরের সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচারের মাধ্যমে কোলন থেকে একটি টিউমার অপসারন করা হয়।

এনবিএস/ওডে/সি

news