এই জয়েই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি না: লিওনেল স্কালোনি

গ্রুপ পর্বের বাধা পেরুনো গিয়েছে। এবার ভাবনা নকআউট পর্ব নিয়ে। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। তাদের মতোই দুটি জয়ে নকআউট পর্বে উঠেছে এএফসি থেকে কোয়ালিফাই করা এ দলটিও। লড়াইটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাই পোল্যান্ডের বিপক্ষে দারুণ এ জয়ের পর যারা ধরে নিয়েছেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা, তাদের শান্ত থাকতে বললেন এ কোচ। ঢাকাপোস্ট

বুধবার (৩০ নভেম্বর) রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় আর্জেন্টিনা। পোল্যান্ডকে দাপট দেখিয়ে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়ে যায় স্কালোনির শিষ্যরা।

ম্যাচ শেষে দলটির কোচ স্কালোনি বলছেন, আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং এখন আমাদের এভাবেই খেলে যেতে হবে। তবে আমরা ফেভারিট নই, এখনও একই রকমই রয়েছি। তারা সবাই কঠিন, আমরা সৌদি আরবের বিপক্ষেই এটি দেখেছি। এটা নিজেরা ফেভারিট সম্পূর্ণ ভুল। এমন না যে এই জয়ে আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি, এটা ঠিক না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও শিষ্যদের সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বললেন, আমরা সন্তুষ্ট, তবে কাজগুলো সহজ নয়। এই বিশ্বকাপে সব দলই কঠিন। সৌদি আরব আমাদের হারিয়ে দিয়েছে, কেউ কি এমনটা প্রত্যাশা করেছিল আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া সহজ হবে তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই বিশ্বকাপে কঠিন দলের বিপক্ষে জয় তুলে তারা দেখিয়ে দিয়েছে। তাই প্রতিপক্ষকে মূল্যায়ন করতে হবে।

এনবিএস/ওডে/সি

news