ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়লেন মেক্সিকোর টাটা মার্টিনো

বিশ্বকাপের টানা সাত মৌসুমের পর প্রথমবার গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারেনি মেক্সিকো। বুধবার ৩০ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে জয় করেও কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে মেক্সিকোর। শেষ ষোলোতে না যাওয়ার কারণে টাটা মার্টিনো মেক্সিকো দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

মেক্সিকো তাদের শেষ ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে। কিন্তু তারপরেও মেক্সিকোর ফুটবলারদের আফসোস রয়ে গেলো যে পোল্যান্ডের পাশাপাশি ৪ পয়েন্ট করে অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়ে গেলেন তারা। পোল্যান্ড দ্বিতীয় দল হিসাবে নকআউট পর্বে পৌঁছায়।

কোচ টাটা মার্টিনো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, তিনি খুব দুঃখিত যে দলটি টুর্নামেন্টের নকআউট পর্বে উঠতে পারেনি। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এই হারের দায়ভার নিয়ে দায়িত্ব চেড়ে দিলেন।

মার্টিনো এক সময় আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন। জানুয়ারি ২০১৯ সালে, মেক্সিকোর কোচের দায়িত্ব গ্রহণ করেন। তবে কঠোর পরিশ্রম করার পরেও সাফল্যের মুখ দেখেননি তিনি। তিনি যা চেয়েছিলেন তা করতে সক্ষম না হওয়ায় দুঃখবোধ করে চলে গেলেন।

মেক্সিকো ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে পারচ্ছে না। দলটি শেষ ১৯৭৮ সালে গ্রুপ পর্বে উঠতে ব্যর্থ হয়েছিলো।

এনবিএস/ওডে/সি

news