ভিএআর বিতর্কে জাপানের দ্বিতীয় গোল!

স্পেন-জাপান ম্যাচ ড্র হলেই নক-আউটে উঠে যেতো জার্মানি, কিন্তু জাপানের জয়ে বাদ পড়েছে ডাই-মানশাফটরা। এদিকে স্পেনের বিপক্ষে করা জাপানের ২য় গোলটি এখন আলোচনার তুঙ্গে, খালি চোখে রিপ্লেতে বল দাগের বাইরে চলে গেছে মনে হলেও ভিএআর চেকের পর গোলের সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।

স্পেনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্বে উঠেছে জাপান, রানার্স-আপ হয়ে উতরে গেছে স্পেনও। কিন্তু বাদ পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। স্পেনের বিপক্ষে জাপানের করা ২য় গোলটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

স্পেন-জাপান ম্যাচ ড্র হলেই নক-আউটে উঠে যেতো জার্মানি, কিন্তু জাপানের জয়ে বাদ পড়েছে ডাই-মানশাফটরা। এদিকে স্পেনের বিপক্ষে করা জাপানের ২য় গোলটি এখন আলোচনার তুঙ্গে, খালি চোখে রিপ্লেতে বল দাগের বাইরে চলে গেছে মনে হলেও ভিএআর চেকের পর গোলের সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নানা সমীকরণ নিয়ে খেলতে নামে 'ই' গ্রুপের চার দল। কোস্টারিকার বিপক্ষে জার্মানি নিজেদের ম্যাচ ২ গোলের ব্যবধানে জিতলে আর অপর ম্যাচে স্পেন জাপানের বিপক্ষে ড্র করলেই জার্মানি এবং স্পেন উঠে যেতো নক-আউট পর্বে। জার্মানি ঠিকই জিতেছে ৪-২ গোলের ব্যবধানে, কিন্তু জাপানের কাছে স্পেন হেরে যাওয়ায় বিদায় নিতে হয়েছে তাদের।

স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারালেও জাপানের দ্বিতীয় গোলটি নিয়েই বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে জার্মানি সমর্থকেরা এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এটি।

ঘটনাটি জাপানের দ্বিতীয় গোলের, জাপানের প্রেসিংয়ের মুখে বল হারায় স্পেন, দোয়ানের ক্রস দাগের বাইরে যাওয়ার আগে কোনোরকম ভেতরে রাখেন মিতোমা, সেটিতে পা ছুঁইয়ে জাপানকে এগিয়ে দেন তানাকা। যদিও প্রথমে লাইসম্যান বল দাগের বাইরে চলে গিয়েছে ভেবে গোল দেননি, ভিএআর চেক করার পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি।  

আর এটি নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ছবির অ্যাঙ্গেলে মনে হচ্ছিল বল আগেই দাগের বাইরে চলে গিয়েছে, আবার কেউ কেউ জ্যামিতি দিয়ে প্রমাণ দিচ্ছেন বল ভেতরেই ছিল।

তবে যাই হোক না কেন, জার্মানি নিজেদের অভাগা ভাবতেই পারে, যা কিনা জাপানের জন্য সৌভাগ্য।

এনবিএস/ওডে/সি

news