পেলের সুস্থতার জন্য প্রার্থনা ব্রাজিল দলে

চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি পেলেকে শুভকামনা জানিয়েছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনায় দলের সবাই প্রার্থনা করছে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

পেলেকে গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্যগত সমস্যাগুলো আরও গভীরভাবে মূল্যায়নের জন্য কয়েকটি পরীক্ষা করা হচ্ছে।

ইএসপিনে খবরটি প্রকাশের পর তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান, তার বাবাকে নিয়ে আশঙ্কার কিছু নেই। বিশ্বকাপ চলাকালীন পেলের হাসপাতালে ভর্তির খবর ছুঁয়ে গেছে তার দেশ ব্রাজিল ও দলের সঙ্গে যুক্ত সবাইকে। শুক্রবার ব্রাজিল নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আগের দিন সংবাদ সম্মেলনের শুরুতে পেলের উদ্দেশে পুরো স্কোয়াডের হয়ে একটি বিবৃতি পরে শোনান তিতে।

আমরা সবাই পেলের সুস্বাস্থ্য কামনা করি। আমরা সংবাদমাধ্যম থেকে খবরটি জানতে পেরেছি। তিনি জাতীয় দলের সবচেয়ে বড় প্রতিনিধি এবং আমরা তার সুস্থতা কামনা করি। এটাই স্কোয়াডের সবার ভাবনা, আমরা পেলের জন্য শুভ কামনা জানাই।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে এবারের বিশ্বকাপ শুরুর আগে উত্তরসূরিদের শুভকামনা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন। প্রথম দুই ম্যাচ জিতে এর মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে তিতের দল।

এনবিএস/ওডে/সি

news