ডাগআউটে হতাশ রোমেলু লুকাকুর ভাঙচুর

 ক্রোয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকেই বাদ পড়েছেন বেলজিয়াম। ম্যাচ শেষে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। বিশ্বকাপ থেকে বাদ পড়ার হতাশায় ম্যাচ শেষে ডাগআউটের প্লেক্সিগ্লাস ভেঙে ফেলেছেন এ বেলজিয়ান স্ট্রাইকার।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২য় স্থানে থাকা ও তৃতীয় স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপ শেষ করা বেলজিয়ামকে ভাবা হচ্ছিলো এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কিন্তু, কাতারে খেলতে গিয়ে হতাশাজনকভাবে গ্রুপ স্টেজেই বাদ পড়লো রেড ডেভিলরা।

ম্যাচ শেষে সাইড লাইনে অ্যাসিস্ট্যান্ট কোচ থিয়েরি অঁরির কাছে এসে কান্নায় ভেঙে পড়েন লুকাকু। এ সময় মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন অঁরি। লুকাকু মেজাজ হারিয়ে ফেলেন ডাগআউটের কাছে গিয়ে। এ সময় এক ঘুষিতে ভেঙে ফেলেন ডাগআউটের প্লেক্সিগ্লাস।

এভাবে বিশ্বকাপ শেষ হওয়ার দায় শুধুমাত্র লুকাকুকে দিতে নারাজ কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষ হওয়া সংবাদ বিবৃতিতে মার্তিনেজ বলেন, গত আগস্টের পর থেকে এ পর্যন্ত ও মাত্র ৩১ মিনিট খেলার সুযোগ পেয়েছে। আর ও পুরোপুরি ফিটও ছিল না।

বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমে লুকাকু অন্তত তিনটি সুযোগ পেয়েছিলেন গোল দেয়ার কিন্তু সেগুলোর একটিকেও কাজে লাগাতে পারেননি তিনি।

এনবিএস/ওডে/সি

news