নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন দাস

 তামিম ইকবালের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। আচমকা বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত জাতীয় দলের এই ওপেনার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কে হবেন অধিনায়ক সেটি নিয়েই কথা হচ্ছিলো গত কয়েকদিন ধরে। জাগোনিউজ

অভিজ্ঞতার বিচারে সাকিব আল হাসান এগিয়ে ছিলেন। আলোচনা হচ্ছিল দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে নিয়েও। অবশেষে লিটনের কাঁধেই দায়িত্ব বর্তালো। ভারতের মতো দলের বিপক্ষে কঠিন এক সিরিজে নেতৃত্ব পেলেন লিটন।

প্রথমবারের মতো পুরো একটি সিরিজে দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত লিটন। আজ মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি রোমাঞ্চিত। বিসিবিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে সেটাও আবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে।

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আর সবার মতো তারও ছিল জানিয়ে লিটন বলেন, যে কোনো ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলার পর আরও বড় স্বপ্ন থাকে জাতীয় দলের অধিনায়ক হওয়ার। আপাতত একটা সিরিজের জন্য হলেও সেই সুযোগটা আমার এসেছে।

আমি সর্বোচ্চ চেষ্টা করব দলকে সেরাটা দিতে। প্রতিপক্ষ ভারত। সিরিজটা খুব কঠিন হবে। তার ওপর নেই দলের সেরা দুই তারকা তামিম ইকবাল আর তাসকিন আহমেদ। লিটন তবু নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী।

এনবিএস/ওডে/সি

news