এবার অস্ট্রেলিয়ার গোলে আলভারেজের হানা, ব্যবধান দ্বিগুন

নাটকীয় এক গোল খেয়ে বসেছে অস্ট্রেলিয়া, খেলার ৫৭ মিনিটে অস্ট্রেলিয়ার গোলরক্ষক রায়ানের পা থেকে বল নিয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ।

এখন পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে মেসির আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া ফিরে আসতে পারে কিনা সেটাই দেখার।

এর আগে ৩৫ মিনিটে মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ডি বক্সের ভেতরে বাঁ পায়ে শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চূরমার করে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর।

নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে এসে নক আউট পর্বে প্রথম গোল করলেন মেসি। এর আগে বিশ্বকাপে মেসির ৮ গোলের প্রতিটিই ছিল গ্রুপ পর্বে। এবার নক আউট পর্বে দলকে উঠিয়ে নিজে গোল করে লিড এনে দিলেন।

ডি বক্সের কাছে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসির নেওয়া শট ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার সাউটার। কিন্তু বল নাগালেই ছিল। মেসি ফিরতি পাসে বল দেন ডি পলকে। তার থেকে আবার বল পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন।

এমন পজিশনে মেসির অসংখ‌্য গোল দিয়েছেন। শটটা তার মুখস্থই ছিল। গোলরক্ষক বলের লাইনে গিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু মেসির জাদুময় রাতে হার মানতে হয় সবচেষ্টাকেই।  

এনবিএস/ওডে/সি

news