লিটন দাসের অধিনায়কত্ব শুরু হচ্ছে। ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ দিয়ে দেশের মাঠে সাত মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলানিউজ
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ভেতর মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের সিরিজ।
রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরিতে এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল।
এখন অবধি ভারতের বিপক্ষে ৩৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৩০টিতেই হারতে হয়েছে। পাঁচ জয়ের সঙ্গে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
এনবিএস/ওডে/সি