খেলার আগে সেক্স করার পক্ষে রোনালদো

বিশ্বকাপ ফুটবল থেকে অলিম্পিক বা যে কোনো আন্তর্জাতিক খেলার আসরে খেলোয়াড়দের প্রতি কোচদের কড়া বারণ থাকে যাতে তারা সেক্স না করেন। এমনকি বান্ধবী বা স্ত্রীদের খেলোয়াড়দের কাছে ঘেষতে দেওয়া হয় না। খেলার পর ওসব এমন এক অলিখিত চুক্তির বিরুদ্ধে কথা বললেন রোনালদো। বরং তিনি মনে করেন খেলার আগে সেক্স করলে শরীর ও মন নির্ভার থাকে। রক্ত চলাচল স্বাভাবিক থাকে বলেও নিজের সেরা খেলাটাও উপহার দেওয়া যায়।

এনবিএস/ওডে/সি

news