রোনালদোকে অপমান করেছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার
শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে পর্তুগাল। যদিও এই পরাজয়ের পরও গ্রুপ-এইচ’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেছে পর্তুগিজরা। দক্ষিণ কোরিয়াও দ্বিতীয় দল হিসেবে নক আউটের টিকিট পেয়েছে। আরটিভি
এই ম্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন না পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোস।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ থেকে বের হওয়ার সময় বেশ বিরক্ত লাগছিল পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা রোনালদোকে। তখন ধারণা করা হচ্ছিল, কোচ তাকে তুলে নেওয়ায় হয়ত অখুশি ছিলেন রোনালদো। তখন তার মন খারাপের সঠিক কারণও জানা না যায়নি। তবে এখন জানা গেল ভিন্ন কথা। দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার তাকে মাঠ ছাড়ার সময় অপমান করায় মন মেজাজ ঠিক ছিল না রোনালদোর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, কোরিয়ান খেলোয়াড় চো গুয়ে সুং রোনালদোকে দ্রুত মাঠ ছাড়তে বলেছিলেন। এ নিয়ে চো-এর সঙ্গে কথা কাটাকাটিও হয়েছিল তার। এরপরই রাগান্বিত হয়েছিলেন রোনালদো। চো এর ভাষা আক্রমণাত্মক না থাকলেও তার মুখের ভাষা আক্রমণাত্মক ছিল।
এদিকে পর্তুগালের এক সাংবাদিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন রোনালদো। সাংবাদিককে তিনি জানান, চো আমাকে দ্রুত মাঠ ছাড়তে বলেছিলেন। আমি তাকে বলেছিলাম, মুখ বন্ধ রাখতে। কারণ, এমন কথা বলার সে কেউ নয়।
এনবিএস/ওডে/সি
![news](https://nbs24.org/walton-ads-april.gif)
![](https://www.nbs24.org/nbs-4-12-22.jpg)
![](https://www.nbs24.org/all-paper-ads.jpg)