১৮৬ রানেই ভারতের ইনিংস শেষ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮৬ রানে গুটিয়ে গেছে রোহিত শর্মার ভারত। সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকার এবং এবাদত হোসেনের চার উইকেটের কল্যাণে দুইশ'র নিচে ভারতীয়দের আটকে রাখতে পেরেছে টাইগার শিবির।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৫২ বল আগেই থেমে গেছে ভারতীয় ব্যাটিং ইনিংস। ৪১ ওভার ২ বলে ১৮৬ রান তুলতে পারে দলটি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে করতে হবে মোটে ১৮৭ রান।

এনবিএস/ওডে/সি

news