বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফিফার ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন দীপিকা। এর আগে এমন কৃতিত্ব আর কোনো অভিনেত্রীর নেই। ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড মেগা আইকন।


কাতার বিশ্বকাপে এখনও চলছে রাউন্ড অব সিক্সটিনের খেলা। ইতিমধ্যে ১৮ নভেম্বর লুসাইলে অনুষ্ঠিত জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

দীপিকা জানান, শীঘ্রই কাতারে যাবেন তিনি। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, তা অবশ্য এখনও জানা জায়নি।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রংয়ের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের।

সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। প্রতিদিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে।

বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই কারো।

এনবিএস/ওডে/সি

news