বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার পরিসংখ্যান সুখকর নয়

দ্ইুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে যাত্রাটা সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে হলেও গ্রুপের শেষ দুটি ম্যাচ দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। লিওনেল মেসি নিজেও আছেন সেরা ছন্দে। তারা শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে।

বিপরীতে নেদারল্যান্ডস কোয়ার্টারের টিকেট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ৩-১ গোলে ধসিয়ে দিয়ে। সবমিলিয়ে ডাচরা বেশ ফুরফুরে মেজাজেই আছে।

পরিসংখ্যানের দিকে তাকালেও দেখা যায়, কোয়ার্টার ফাইনালে  নেদারল্যান্ডসকে হারাতে মেসিবাহিনীদের রীতিমতো ঘাম ঝরাতে হতে পারে। বিশ্বকাপে দুই দলের পাঁচবারের দেখায় দু’টিতেই জয় পেয়েছে ডাচরা। বিপরীতে আজেন্টাইনদের জয় মাত্র একটি। অন্যদিকে সবশেষ দুইবারের দেখাতেই দুই দল করেছে গোল শূন্য ড্র।

আর্জেন্টিনার সঙ্গে প্রথমবার বিশ্বকাপে নেদারল্যান্ডের দেখা ১৯৭৪ সালে। সেবার ৪-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ১৯৭৮ সালের দেখায় অবশ্য ডাচদের ৩-১ গোলে হারায় আজেন্টাইনরা। ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ১৯৯৮ সালে আবারও নেদারল্যান্ডসের সাথে আর্জেন্টিনার দেখা হয়। সেবারও ডাচরা জয় পায় ২-১ গোলে। আবার আট বছর পর ২০০৬ সালে বিশ্বকাপে ডাচদের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এবার গোল শূন্য ড্র করে দুই দল। আট বছর পর ২০১৪ সালে আবারও মেসিদের সাথে ডাচদের দেখা হয়। ফলাফল সেই গোল শূন্য ড্র।

এমন কঠিন পরিসংখ্যান নিয়েই সেমির টিকেট নিশ্চিত করার লড়াইয়ে নামতে হচ্ছে মেসি বাহিনীকে। তাই হার ও জয়ের শঙ্কা সমানে সমান। ডাচরা যে আর্জেন্টাইনদের ছেড়ে কথা বলবে সেটা ভাবার কোনো কারণ নেই।

এনবিএস/ওডে/সি

news