ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ভারত ও বাংলাদেশ দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।
আজ মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। যেখানে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
এই ম্যাচে ভারত বধের লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা হাসান মাহমুদকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে এনেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
এদিকে সিরিজে ফিরে আসার লক্ষ্যে এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ইনজুরির জন্য খেলতে না পারা আক্সার প্যাটেল ফিরেছেন এই ম্যাচে। তাকে জায়গা করে দিতে সরে গেছেন শাহবাজ আহমেদ।
এদিকে প্রথম ম্যাচে খারাপ বোলিং করা কুলদীপ সেনের বদলে সুযোগ পেয়েছেন গতিময় পেসার উমরান মালিক।
এনবিএস/ওডে/সি