বেন স্টোকস ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক

জো রুট টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর  গুঞ্জন উঠেছিল পরবর্তী অধিনায়ক হচ্ছেন সহ অধিনায়ক বেন স্টোকস। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইংল্যান্ড ক্রিকেটের টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানা যায়।

 ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট দলে অভিষেক হয় বেন স্টোকসের। তারপর থেকে দলটির হয়ে ৭৯টি টেস্ট ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার। ২০১৭ সালে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন স্টোকস। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব অবশ্য পালন করেছিলেন স্টোকস।

 নতুন অধিনায়ক বাছাইয়ের দায়িত্ব পরেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক রব কি’র ওপর। দলটির নতুন কোচ নিয়োগের কথাও চলছে। সেই দায়িত্বও কি’র ওপর। যেখানে দৌঁড়ে আছেন- সাইমন ক্যাটিচ, ওটিস গিবসন ও গ্যারি কারস্টেনের নাম। তবে এর মধ্যে কারস্টেনের কাঁধেই ইংল্যান্ডের দায়িত্ব বর্তানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। - হিন্দুস্তানটাইমস
 

news