শেষ ওয়ানডে নেই ভারতের তিন খেলোয়াড়

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মুম্বাই ফিরে যাবেন তিনি। সেই সাথে ইনজুরিতে তৃতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন ভারতের দুই পেসার কুলদীপ সেন এবং দীপক চাহার।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান রোহিত শর্মা। এরপর স্ক্যান করা হয় আঙুলে। চোটজর্জর আঙুল নিয়েই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে নেমে ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। ৫ রানের পরাজয়ই সঙ্গী হয় তার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মুম্বাই ফিরে যান রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার অংশ নেয়ার বিষয়টি নির্ভর করছে সেখানে চিকিৎসকের পরামর্শের উপর। এমনটি জানিয়ে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, কুলদীপ, দীপক এবং রোহিত আগামী ম্যাচ মিস করবে। রোহিত মুম্বাই ফিরে চিকিৎসকের শরাণাপন্ন হবে।

এনবিএস/ওডে/সি

news