আইপিএলে রুদ্ধশ্বাস পূর্ণ খেলায় গুজরাটকে হারালো মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তীব্র প্রতিদ্বন্ধীতা পূর্ণ এক খেলায় গুজরাট টাইটান্সকে ৫ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গুজরাট। চলতি আইপিএলে ছন্দ হারিয়েফেলা মুম্বাইয়ের এটি এখন পর্যন্ত ১০ খেলায় দ্বিতীয় জয়। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৬৩ রান করে মুম্বাই। ইশান ৪৫ ও রোহিত ৪৩ রানে আউট হবার পর রানরেট কিছুটা কমে আসে মুম্বাইয়ের। শেষের দিকে টিম ডেভিডের ২১ বলে অপরাজিত ৪৪ রানের সুবাদে ১৭৭ রান করে মুম্বাই। 

জবাবে উদ্বোধনী উইকেটে ১০৬ রান তুলে জয়ের আভাস দেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান ও সুভমান তবে এই দুই ওপেনার অর্ধশতক হাকিয়ে ফিরে যাবার পর মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেটে ১৭২ রানে থামে গুজরাটের ইনিংস।

news