বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৯ জুন ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক ও জুরাইন নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, মিজান সুন্দরবনসহ জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন, জুরাইন এলাকায় ওয়াসার সুপেয় ও নিরাপদ পানির দাবিতে আন্দোলনসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের একজন নির্ভিক সৈনিক। ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে তিনি পুলিশী নির্যাতন ও গ্রেপ্তার বরণও করেছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, গত ৭ জুন ২০২২ জুরাইন এলাকায় জনতা ও পুলিশ সংঘর্ষে একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের যে অনভিপ্রেত ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে নিন্দনীয়।
বিবৃতিতে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঐ ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করার আগেই শত শত মানুষের নামে মামলা দিয়ে হয়রানী করা এবং গ্রেপ্তার নির্যাতন মোটেও গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সর্বশেষ সংবাদ অনুযায়ী মিজানকে পুলিশ গ্রেপ্তার করে প্রথমে শ্যামপুর থানায় নিয়ে যায় এবং পরে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে তিনি পুলিশ, ডিবি হেফাজতে মিজানের উপর যেন কোন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন না হয় তা নিশ্চিত করার এবং অবিলম্বে মিজানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুরাইনে জনতা-পুলিশ সংঘর্ষ ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিরপরাধ জনগণকে অহেতুক হয়রানী না করার দাবি করেন।


