পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ ওরফে তালহাকে (৩০) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামী কায়সার আহম্মেদ(২৬) পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। এ সময় শরীয়তপুরের চিফ আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বায়োজিদের  বাড়ী পটুয়াখালী জেলা তেলী খালী গ্রামে। তার বাবার নাম  মোঃ আলাউদ্দিন। 

পদ্মার দক্ষিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গত রবিবার পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ ওরফে তালহা (৩০)। এ ঘটনায়  বায়েজিদ ওরফে তালহা(৩০) ও কায়সার আহম্মেদ(২৬)সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে সিআইডি পুলিশ পরিদর্শক মোঃ শহীদুল ইসলাম বাদী হয়ে পদ্মার দক্ষিন থানায় একটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ডের ওই টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ ওরফে তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায় এই লুজ দেহি  লুজ নাট, আমি এটা ভিডিও করতেছি  দেহ। মূল  মামলা পরিচালনা করছেন সি আই ডি ঢাকা।

ঐ দিন ঐ সময়ে নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে। 

এ ব্যাপারে  আসামি পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম সজিব সাংবাদিকদের বলেন, এই রায়ে আমরা খুশি না। এই রায়ের বিপরীতে আমরা আপিল করব।

news