আগামী নির্বাচনে পুতিন অংশ নিবেন কিনা তা এখনই বলা যাবে না: ক্রেমলিন

এ বিষয়ে আলোচনার এখনই উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে দিমিত্রি বলেন, এ মুহুর্তে তিনি নির্বাচনী প্রচারণার কোন রকম মুডে নেই। অনেক কাজ বাকী রয়েছ তার। আমরা তার মুখ থেকে সরাসরি কোনো ঘোষণা এখনও পাইনি। তবে আমাদের একটু ধৈর্য্য ধরা উচিত। আগামী বছরের দ্বিতীয়ার্ধে দেশটি নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করবে বলে সম্ভাবনার কথাও জানান পেসকভ।

এনবিএস/ওডে/সি

news