নিজের ছবি দিয়ে স্টিকার বানাতে চান? আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার

কাজের কথা হোক বা অবসরে কারওর সঙ্গে গল্প করা– বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সময়ে অসময়ে ঢুঁ মারেন হোয়াটসঅ্যাপে (WhatsApp)। কিছু না হোক বন্ধুদের স্টেটাস দেখেও সময় কাটান অনেকেই। বলাই চলে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা যত বেড়েছে, ততই এই অ্যাপটি তার গ্রাহকদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসছে। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর আনল মেটা মালিকাধীন ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি!
কী সেই ফিচার?
আইফোন ব্যবহারকারীরা এবার থেকে স্টিকার বানাতে পারবেন। এমনকী মজাদার জিআইএফ (GIF) বানানোর সুযোগ পাবেন তাঁরা। নিজেদের বা পরিচিত কারওর ছবিও স্টিকারে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই সুবিধার জন্য আগে তৃতীয় কোনও অ্যাপের সাহায্য নিতে হত। এবার সেইসব ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছে আইফোন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, যাঁদের মোবাইলে আইওএস ১৬ এবং অ্যাপের সর্বাধুনিক আপডেট করা আছে তাঁরাই এই সুবিধা পাবেন।
কীভাবে স্টিকার বানাবেন আইফোনে?
প্রথমে গ্যালারিতে যানপছন্দমতো ছবি বাছুন। সেটিকে চেপে রাখুন কয়েক সেকেন্ডতারপর সেটাকে টেনে এনে হোয়াটসঅ্যাপ চ্যাটে এনে ফেলুনসেখানে ফেললেই আপনি পেয়ে যাবেন স্টিকার বানানোর অপশনআপনি চাইলে সেই স্টিকার নিজের কাছে সেভ করে রাখতে পারেন


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে

news