পোষ্য খুবলে নিয়েছিল নাকের অর্ধেক অংশ, অস্ত্রোপচারের পর তার উপরে গজাল চুল


 এক তরুণীর নাকের বেশিরভাগ অংশই খুবলে (Dog bite) নেয় তারই বাড়ির আদরের পোষ্য। গত বছর সেপ্টেম্বরে ট্রিনিটি রলসকে হঠাৎই আক্রমণ করে তাঁর বাবার প্রিয় পোষ্য আইরিশ। আমেরিকার এই ঘটনায় তোলপাড় নেটপাড়া। ট্রিনিটির নাকের উপরের অংশটি এমনভাবেই ক্ষতবিক্ষত করে দেয় যে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। ২০ বছরের সেই তরুণীকে চারটি জটিল অস্ত্রোপচার করাতে হয় নাকটিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও, তাঁকে গোটা মুখে বাড়তি আরও ৬ টি সার্জারিও করাতে হয় ।
কিন্তু গন্ডগোল (medical mishap) হয় একটি অস্ত্রোপচারে। ট্রিনিটির মুখের পুরো আদলটাই বদলে যায়। স্কিন গ্রাফট ব্যবহার করে তার মাথার ভিতর এবং কপাল থেকে কিছুটা চামড়া নিয়ে নাকের খুবলে যাওয়া অংশে বসান ডাক্তাররা। যার ফলে নাকের উপরের অংশ থেকে হঠাৎই চুল গজাতে শুরু করে।

তার হঠাৎ এমন আক্রমণের কোনো কারণ খুঁজে পাননি রলস পরিবার। ট্রিনিটি জানান, পাঁচ বছর ধরে আইরিশ তাদের সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, সেদিন ট্রিনিটি ও তাঁর বাবার মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছিল। তখন উপস্থিত ছিল আইরিশও। ট্রিনিটি অন্য ঘরে যাওয়ার চেষ্টা করতেই ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। খুবলে নেয় নাকের উপরের অংশটি। দাঁত বসায় তার হাতে। ঘষটাতে থাকে এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
এমনকি ট্রিনিটির বাবার অনুপস্থিতিতে আইরিশকে দেখাশোনা পর্যন্ত করতেন তিনি। ট্রিনিটি বলেন, আইরিশ হল পিটবুল এবং বুলডগ মিক্সড। এই ধরনের কুকুর ভীষণই আবেগপ্রবণ হয় ফলে ঝামেলা বা চেঁচামিচি তারা সহ্য করতে পারে না। ঝামেলা চলাকালীন এরম কিছু হয় বলেই মনে করছেন ট্রিনিটি।
আক্রমণের পর ট্রিনিটির বাবা অনেক চেষ্টা করেন আইরিশকে আলাদা করার কিন্তু তাতেও কিছু করা যায়নি। এরপর ট্রিনিটির প্রতিবেশীরা এসে সাহায্য করেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো ব্যাপারটি খতিয়ে দেখে এবং যথাযথ পদক্ষেপ নেয়। নানান অস্ত্রোপচারের সঙ্গে ট্রিনিটি মানসিক চাপের মধ্যে দিয়েও যাচ্ছেন বলে জানা যায়। ট্রিনিটি জানান, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি জীবনটাকে অন্যভাবে সাজান। বেচেঁ ফিরতে পেরে তিনি সত্যিই কৃতজ্ঞ।
সূত্র অনুযায়ী, ট্রিনিটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পুলিশ বাধ্য হয় আইরিশকে জীবিত রাখেনি। যদিও তরুণী জানান, আইরিশ মোটেও ওরম স্বভাবের ছিল না। ট্রিনিটির বাবা আইরিশকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খুবই চনমনে, ভদ্র স্বভাবের পোষ্য ছিল সে। কুকুর পোষ্য হিসেবে যেমন ভালো তেমন খারাপও যে হতে পারে এই ঘটনা তার প্রমাণ।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে

news