৪৮ ঘণ্টার মধ্যেই বিশ্বের ধনীতম ব্যক্তির সিংহাসন খোয়ালেন মাস্ক
৭২ ঘন্টাও কাটেনি। তারমধ্যেই ফের এক থেকে দুইয়ে নেমে গেলেন এলন মাস্ক। হারানো সিংহাসন ফিরে পেয়েও ধরে রাখতে পারলেন না টেসলার সিইও। দু’দিনেই ৭.৭ বিলিয়ন সম্পত্তি হারিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হারালেন এলন।
বিশ্বের সবচেয়ে ধনী কে, ডিসেম্বর থেকে এলন মাস্ক ও বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক কোম্পানি এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্টের মধ্যে জোর টক্কর চলছে। ডিসেম্বরই এলনকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এসেছিলেন বার্নার্ড। সোমবার সেই হারানো তকমা ফিরে পেয়েছিলেন এলন। কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১৯০ কোটি ডলারের সম্পত্তি খুঁইয়েছেন টেসলা ও টুইটার কর্ণধার মাস্ক। যার ফলে এলনের সম্পত্তি এসে দাঁড়িয়েছে ১৭৬ বিলিয়ন ডলার। সেখানে আর্নল্টের সম্পত্তির পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার। ফলে ফের মাস্ককে সরিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন বার্নার্ড।
এনবিএস/ওডে/সি


