ওয়াশিংটন একটি পরমাণু যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছে: মার্কিন রাজনীতিবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্র্যাট রাজনীতিবিদ বলেছেন, ‘বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া’ হয়ে যাওয়া মার্কিন রাজনীতিবিদরা রাশিয়ার সঙ্গে একটি পরমাণু যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। কেনটাকি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নেটরিয়াল প্রার্থী জিওফ ইয়ং রুশ নিউজ চ্যানেল আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার এলাকার ভোটাররা তাদের ট্যাক্সের ডলারগুলো ইউক্রেনে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না।

তিনি আরো বলেন, তবে জনগণের চাহিদা বা ‘বাস্তবতা থেকে বহুদূরে’ রয়েছেন রাজনীতিবিদরা। ইয়ং বলেন, “তবে আমার মনে হয়, বিগত কয়েক দশক ধরে এখানকার মূলধারার গণমাধ্যমগুলোতে রাশিয়া-বিরোধী যে প্রচারণা চালানো হয়েছে তার প্রভাবে আমাদের রাজনীতিবিদরা বিভ্রান্ত হয়ে পড়েছেন।”

মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডেমোক্র্যাট রাজনীতিবিদ বলেন, “এই মুহূর্তে গোটা বিশ্ব মানবতা একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে রয়েছে।” তিনি আরো বলেন, ওয়াশিংটনের কথিত মিত্রদের ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করা হচ্ছে বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্য। ঠিক এ কারণেই নর্ড স্ট্রিম পাইপলাইন বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে- দাবি করে ইয়ং বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে শতভাগ আমেরিকার ওপর নির্ভর করে ফেলার লক্ষ্যে এ কাজ করা হয়েছে।

এই মার্কিন রাজনীতিবিদ বলেন, বিগত কয়েক দশক ধরে ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল জার্মানি এবং রাশিয়া যেন মিত্র হয়ে না যায়। কারণ, এই দু’টি অর্থনীতি যদি পরস্পরের পরিপূরক হয়ে ওঠে তাহলে আমেরিকা ঠুঁটো জগন্নাথে পরিণত হবে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু করার আগ পর্যন্ত নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস জার্মানিতে সরবরাহ করা হতো। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করলে ওই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমে যায়। সর্বশেষ গত মাসে সাগরের তলদেশে বিস্ফোরণ ঘটিয়ে পাইপলাইনটি উড়িয়ে দেয় আমেরিকা।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news