জুমের প্রেসিডেন্টের চাকরি গেল, বিনা কারণেই বরখাস্ত করল কোম্পানি! ছাঁটাই চলছেই

গত মাসেই একসঙ্গে ১,৩০০ জন কর্মী ছাঁটাই (Layoffs) করেছিল কমিউনিকেশন টেকনোলজি ফার্ম জুম (Zoom)।একটা মাত্র ইমেল ব্যস চাকরি হারিয়েছিলেন তাঁরা। সেই ছাঁটাইয়ের রেশ কাটতে না কাটতেই ফের ছাঁটাই করল জুম। এবার চাকরি গেল খোদ কোম্পানির প্রেসিডেন্টেরই (Zoom President)!
২০২২ সালের জুন মাসে ভিডিও কনফারেন্সিং সাইটটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ টম্ব (Greg Tomb)। তবে তাঁর এই পদে চাকরির মেয়াদ যে মাত্র ৮ মাস, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সংবাদমাধ্যম সূত্রে খবর, কোনও কারণ ছাড়াই কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী টম্বের সঙ্গে চুক্তি বাতিল করেছে জুম।
২০১১ সালে এই কোম্পানি প্রতিষ্ঠাতা করেন বর্তমান সিইও এরিক ইউয়ান। ২০২০ সালে বিশ্বজুড়ে যখন করোনা মহামারীর জেরে প্রায় সকলেই গৃহবন্দি, অফিস বন্ধ তখন এই জুম অ্যাপের জনপ্রিয়তা বাড়তে থাকে। সকলেই গুরুত্বপূর্ণ মিটিং সারতে এই অ্যাপের সাহায্য নিতে শুরু করে। লাভের মুখ দেখে জুম।
কিন্তু করোনা মহামারী কাটিয়ে ফের যখন বিশ্ব স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে, তখন থেকেই ফের জুমে আয় কমতে থাকে। আর্থিক মন্দা কাটাতে গত মাসেই কোম্পানি ঠিক করেন তাদের ১৩০০ কর্মীকে ছাঁটাই করবে। কারণ ছাড়াই সেই ছাঁটাই করে জুম।
এবার কোম্পানির প্রেসিডেন্টকেই ছেঁটে ফেলল তারা। টম্ব এই পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানির আয় বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য নানান পদক্ষেপ নিয়েছেন। এরআগে তিনি গুগলের কার্যনির্বাহী ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই জুমে আসেন।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news