খাবার, দূষিত জল থেকে বাড়ছে ছোঁয়াচে ব্যাকটেরিয়া শিগেলা, যৌন সংসর্গেও ছড়াতে পারে
বাসি বা অনেকদিন রেখে দেওয়া খাবার, কলের জল ফিল্টার করা না হলে সেখান থেকে এক ধরনের সংক্রামক ব্যাকটেরিয়া ছড়াচ্ছে। আমেরিকায় এই ব্যাকটেরিয়ার সংক্রমণে অসুস্থ অনেকে। ভর্তি করতে হচ্ছে হাসপাতালেও। ভাইরোলজিস্টরা বলছেন, ছোঁয়াচে এই ব্যাকটেরিয়ার নাম শিগেলা ব্যাকটেরিয়া (shigella bacteria)। খাবার ও দূষিত জল থেকেই মূলত ছড়ায়। অ্য়ান্টিবায়োটিকেও কাবু করা যায় না শিগেলাদের।
ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, কেরলে এক সময় এই ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়েছিল। শাওয়ারমার রোল থেকে শিগেলা ব্যাকটেরিয়া ছড়াচ্ছিল বলে আতঙ্ক ছড়িয়েছিল। কয়েকজন অসুস্থও হয়েছিল। এই ব্যাকটেরিয়া যৌন সংসর্গেও ছড়াতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।
কী এই শিগেলা ব্যাকটেরিয়া?
শিগেলা ব্যাকটেরিয়া থেকে যে রোগ ছড়ায় তার নাম শিগেলোসিস (shigellosis)। পেট খারাপ বা ডায়ারিয়ার জন্য যে যে ব্যাকটেরিয়া দায়ী, সেগুলির মধ্যে অন্যতম প্রধান এই ব্যাকটেরিয়া। মানবদেহের অন্ত্রে সংক্রমণ ঘটায় শিগেলারা। এই শিগেলা ব্যাকটেরিয়া কোনও খাবারের মাধ্যমে অল্প পরিমাণ পেটে গেলেই কিন্তু মুশকিল। হতে পারে মারাত্মক সংক্রমণ। এন্টারোব্যাকটর গোত্রের এই ব্য়াকটেরিয়ারা খুব ছোঁয়াচে। খাবার, জল, যৌন সংসর্গ থেকে ছড়াতে পারে।
নোংরা জলে সাঁতার কাটা, না ধুয়ে ফল ও শাকসবজি খাওয়া, বাসি বা অনেকদিন রেখে দেওয়া খাবার থেকে এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে।
কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন
শিগেলার লক্ষণ খুব দ্রুত প্রকাশ পায় না। জ্বর, পেট ব্যথা দিয়ে উপসর্গ শুরু হয়। ধীরে ধীরে পেটে ক্র্যাম্প বাড়ে। শরীরে বেশি শিগেলা ঢুকলে মারাত্মক পেটে সংক্রমণ দেখা দেয়, ডায়ারিয়া, বমি হতে থাকে রোগীর। মলের সঙ্গে রক্তপাত, ডিহাইড্রেশন হতে পারে। সঠিক সময় ডাক্তার না দেখালে পেটের অসুখ বাড়বে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে


