আমেরিকায় আছড়ে পড়ল চিনা রকেটের ধ্বংসাবশেষ, ‘বিপদ ঘণ্টা’, বলছেন মহাকাশ গবেষকরা

 রহস্যময় বেলুনের পর আমেরিকার (America) আকাশে এবার চিনা রকেটের ধ্বংসাবশেষ। টেক্সাসে আছড়ে পড়ল সামরিক কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ। মার্কিন মহাকাশ কমান্ডের তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রকেটের অংশটি আছড়ে পড়েছে। যা দেখে বিপদের আশঙ্কা করছেন মহাকাশ গবেষকরা।  

দক্ষিণ চিন সাগরে গতিবিধির উপর নজর রাখতে তিনটি সামরিক কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিয়েছে চিনের ‘লং মার্চ’ রকেটটি। এরপরই নিয়ন্ত্রয় হারায় চিনা রকেটটি। এবার প্রবল বেগে তা ফিরে আসছে পৃথিবীর দিকে। তারই ধ্বংসাবশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে মার্কিন মুলুকে আছড়ে পড়ে অংশটি। এই ঘটনায় বিপদ সংকেত দেখছেন মহাকাশ গবেষকরা।

তাঁরা বলছেন, মহাকাশে মারাত্মকভাবে বর্জ্যের পরিমাণ বাড়ছে। যা ভবিষ্যতে পৃথিবী বা কৃত্রিম উপগ্রহের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। যদিও টেক্সাস থেকে কোনও ধ্বংশাবশেষ মেলেনি। মনে করা হচ্ছে, কয়েক শো মাইল এলাকা নিয়ে ছড়িয়ে রয়েছে টেক্সাস। ফলে প্রদেশের কোনও প্রান্তে এই ধ্বংশাবশেষ পড়ে রয়েছে কি না তার খোঁজে তল্লাশি চলছে।

জানা গিয়েছিল, গত ২৪ জুলাই একটি চিনা লং মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। সেটিই এবার নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে আসছে পৃথিবীর বুকে। স্বাভাবিক ভাবেই যা নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছিল। যে অলাভজনক সংস্থা রকেটটি তৈরি করেছে, তাদের আশঙ্কা ছিল আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, এমনকী ভারতেও সেটির পড়ার আশঙ্কা রয়েছে পুরোদমে। চিন অবশ্য রকেটটির ভেঙে পড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিল। তাদের দাবি ছিল, আমেরিকা মহাকাশে চিনের উন্নতি সহ্য করতে পারছে না। আর তাই এই ধরনের গুজব রটিয়ে চলেছে।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২৩ /একে

news