ক্যাপিটলে হামলার জন্য ইতিহাস ট্রাম্পকেই দায়ী করবে: মাইক পেনস

শনিবার ওয়াশিংটন ডিসির এক নৈশভোজে অংশ নিয়ে ট্রাম্পের সাবেক ডেপুটি এক বক্তব্যে বলেন, তিনি ভুল ছিলেন। ২০২১ সালে এই হামলার জন্য আমি বিশ্বাস করি ইতিহাস তার কাছেই জবাদিহিতা নিবে।

তিনি আরও বলেন, ট্রাম্পের অসতর্কতামূলক বক্তব্য সেদিন আমার পরিবার ও ক্যাপিটল হিলের সকল সদস্যকে হুমকির মুখে ফেলেছিলেন।

সেই বছরের ৬ জানুয়ারি ওই হামলার জন্য পেনসের ফাঁসির দাবি করা হয়েছিল। সেসময় নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ায় তার কয়েক হাজার অনুসারীরা জোরপূর্বক ক্যাপিটল হিলে প্রবেশের চেষ্টা করে।

এরইমধ্যে ট্রাম্প আগামী ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারা ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষয়ার পর পেনস তাকে মনোয়ন না দেওয়ার জন্য রিপালিকানদের কাছে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি

এনবিএস/ওডে/সি

news