নগ্ন হয়ে রাস্তায় হাঁটছিলেন, প্রশ্ন করতেই ধৃতের উত্তর ‘আমি ভিনগ্রহী’
এ যেন আমির খানের ‘পিকে’ সিনেমার ঝলক। হুবুহু মিলে যাচ্ছে চিত্রনাট্যের সঙ্গে। তবে ইউএফও এসে কোনও মরুভূমিতে নামেনি। আমেরিকায় দেখা মিলল এই ভিনগ্রহীর। কিন্তু ব্যাপারটা কী!
সম্পূর্ণ নগ্ন হয়ে ফ্লোরিডার (Florida) পাম বিচে হাঁটছিলেন ৪৪ বছরের এক ব্যক্তি। এক দোকানের কর্মচারী পুলিশকে ফোন করে জানিয়েছিলেন পাম বিচের ওয়ার্থ অ্যাভিনিউর ব্লকে সম্পূর্ণ উলঙ্গ (Naked) অবস্থায় দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। পুলিশের নজরে আসতেই তাঁকে গ্রেফতার (Man Arrested) করা হয়। তারপর পুলিশি জেরায় অদ্ভুত কথা বলেন ওই ব্যক্তি। জানান, তিনি এই জগতের বাসিন্দা নন। ভিনগ্রহী!
পুলিশের থেকে বাঁচতেই হয়তো এহেন মন্তব্য করেছিলেন ব্যক্তিটি। কিন্তু পুলিশের দ্বিতীয় প্রশ্নের জবাবও হেঁয়ালি করেই দিয়েছেন। পুলিশ জানতে চেয়েছিল, কেন নগ্ন হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন! প্রশ্নের উত্তরে ব্যক্তিটি জানান, তিনি কোথায় জামা কাপড় খুলেছেন নিজেও জানেন না।
নাম না জানা ব্যক্তিটিকে নিয়ে পুলিশ মহা ফাঁপরে পড়ে। প্রথমে নিজের নাম না জানালেও পুলিশের জেরায় বুলি ফুটেছে ওই ব্যক্তির। টানা জেরায় শেষপর্যন্ত ওই ব্যক্তি নিজের নাম জানান। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম জেসন স্মিথ। বাড়ি পশ্চিম পাম বিচে। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন স্মিথ তা স্পষ্ট নয় পুলিশের কাছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে