অস্কার মঞ্চে কনিষ্ঠ নোবেল জয়ীর শান্তির বার্তা! মালালায় মুগ্ধ দর্শক
                                            
 ভারতীয় ছবি এবং ভারতীয় গান অস্কার পাওয়ার আনন্দে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে উৎসব চলছে, ঠিক সেই সময়েই প্রথমবার অস্কার (Oscar) মঞ্চে পদার্পণ করা মালালা ইউসুফজাইয়ের (Malala Yousafzai) একটি ভিডিও তুমুলভাবে ভাইরাল। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্বে এবার ছিলেন বিখ্যাত কমেডিয়ান জিমি কিম্মেল। দর্শক আসনে বসে থাকা মালালাকে করা একটি প্রশ্নের উত্তর নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

মালালাকে তাঁর স্বামী আসার মালিকের সঙ্গে দেখা গেছে এবারের অস্কার মঞ্চে। দর্শক আসনে বসে থাকা মালালার কাছে গিয়ে জিমি জিজ্ঞেস করেন, নারী ও শিশুদের শিক্ষা প্রসারে অবদানের পাশাপাশি মানবাধিকার নিয়ে তাঁর কাজ সকলের প্রশংসা কুড়িয়েছে। একজন কনিষ্ঠ নোবেল বিজয়ী হিসেবে তাঁর কি মনে হয় হ্যারি স্টাইল সত্যিই কি ক্রিস পাইনের মুখে থুথু ফেলেছিল? প্রশ্নের উত্তরে মালালা বলেন, আমি শুধু শান্তির কথা বলি। হাসির রব শোনা যায় গোটা দর্শকাসন থেকে। 

ভিডিওটি ভাইরাল হতেই মালালা আবার সেই টুইটটিকে রিটুইট করে লেখেন, মানুষের সঙ্গে কথা বলার সময় উদারতার পরিচয় দেওয়া উচিত। ডোন্ট ওয়ারি ডার্লিংয়ের স্ক্রিনিংয়ের সময় ক্রিস পাইন বলেন হ্যারি স্টাইল নাকি তাঁর উপরে থুথু ছিটিয়েছেন। মালালাকে করা জিমির প্রশ্নের প্রেক্ষাপট ছিল এই উক্তি। পরে অবশ্য ক্রিস পাইন জানান, এমন কিছুই হয়নি। পুরোটাই মজা করে বলা।

অন্যদিকে প্রশ্নটির চমৎকার উত্তর দেওয়ার জন্য মালালা যথেষ্ট প্রশংসিত হন। অনেকে বলেছেন, ভুলটাকেও ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন মালালা। অনেকে তাঁর পোশাকের প্রশংসা করে লিখেছেন, যেমন সুন্দর পোশাক তেমনই সুন্দর কথাবার্তা। তবে কনিষ্ঠ নোবেল জয়ী মালালা তাঁর ছবি ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ আন্তর্জাতিক মঞ্চে স্বল্পদৈর্ঘের ছবির ক্যাটাগরিতে নমিনেশন পাওয়ায় খুবই খুশি।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
 

news