‘পাকিস্তানের উন্নতি কিভাবে করা যায়’ পরামর্শ চেয়ে মন্ত্রীর টুইট
‘বেটার পাকিস্তান’ ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বেছে নিয়েছেন ভিন্ন এক পন্থা। ‘পাকিস্তানের উন্নতি সাধনে সরকার কি করতে পারে?’ সে বিষয়ে পরামর্শ চেয়ে একটি টুইট করেছেন এই মন্ত্রী। স্টার্ট আপ পাকিস্তান
তবে সোস্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আলোচনা-সমালোচনার পাশাপাশি মন্ত্রীকে নিয়ে হাস্যরস করতেও ছাড়েনি কেউ কেউ।
মন্ত্রীর টুইটের পর বিভিন্ন পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। তাদের মধ্যে কেউ কেউ বলছেন, বর্তমান সরকারের উচিৎ পাকিস্তানে একটি ‘সুষ্ঠু ও অবাধ’ নির্বাচনের ব্যবস্থা করা হলে দেশের ভালো হবে।
এর বাইরে কিছু মানুষ দরকারী পরামর্শ দিয়েছেন। যেমন কেউ বলছেন, দেশটিতে কোটা প্রথা বাতিলসহ সরকারী প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজালে মোটাদাগে উন্নতি সম্ভব।
কেউ মন্তব্য করেছেন, দেশটিতে শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিৎ। কেউ মূল্যবৃদ্ধিসহ দরিদ্রতা প্রশমনের পরামর্শ দিয়েছেন।
এনবিএস/ওডে/সি


